মানিকগঞ্জ প্রতিনিধি : | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ , কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
বুধবার বেলা বার টার দিকে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহিদ রফিক চত্তরে গিয়ে শেষ হয়।পরে সেখানে ঘন্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন,সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল বক্তব্য দেন।
এছাড়া এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ,পৌর শ্রমিক লীগের সভাপতি জাহিদুর রহমান জাহিদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:২১ অপরাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.