মোঃ শরিফুল ইসলাম | রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক কৃষকের কিস্তির টাকা ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমানের তত্ত্বাধায়নে বিকাশে অন্যত্র চলে যাওয়া ২০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক ওই বিল্লাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী বিল্লাল হোসেনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায়। আজ রবিবার (২৬ মার্চ) দুপুরে ঘিওর থানার ওসির কক্ষে উদ্ধারকৃত সেই টাকা ভুক্তভোগীর হাতে পৌঁছে দেন। জানা গেছে, গত ১৪ মার্চ বিল্লাল হোসেন নামের ওই ব্যক্তি বেসরকারি একটি এনজিও সংস্থার বিকাশ নাম্বারে ২০ হাজার ২০০ টাকা সেন্ডমানি করতে গিয়ে টাকা ভুল নাম্বারে চলে যায়। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করলে টাকা দিতে অস্বীকৃতি জানান এবং ফোন নাম্বারটি বন্ধ করে রাখেন । ঘিওর থানার সাব ইন্সপেক্টর আল মামুন তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর সেই টাকা উদ্ধার করেন।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, গত ১৪ মার্চ বিকাশে ভুল নাম্বারে টাকা যাওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া যায় । সেই টাকা উদ্ধারের জন্য ঘিওর থানার এসআই আল মামুন’কে দায়িত্ব দেওয়া হয় । তথ্য প্রযুক্তির সহায়তায় সেই টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
Posted ৫:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |