মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি জামাত দেশের স্বাধীনতা চায়নি–নাঈমুর রহমান দুর্জয়

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট  

বিএনপি জামাত দেশের স্বাধীনতা চায়নি–নাঈমুর রহমান দুর্জয়

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, বিএনপি জামাত দেশের স্বাধীনতা চায়নি। তাদের আমলে দেশে ছিনতাই, চুরি ডাকাতির ভয়ে মানুষ পালিয়ে বেড়াতো। আপনারা কেউ নিরাপদ ছিলেন না। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখেতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে।  বৃহস্পতীবার রাতে ঘিওর উপজেলার তেরশ্রী মুক্তিযুদ্ধের বিজয় মেলাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।


তেরশ্রী মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ মিয়ার সভাপতিত্বে এবং পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সামিউল প্রধানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, যুগ্ম সাধারন সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল, ঘিওর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমমান আলাই, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্চিনিয়ার হারুন -অর- রশীদ প্রমুখ।

প্রধান অতিথি দুর্জয় বলেন, জাতীর জনন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আহবানে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। কাজেই আজকে আমরা বিজয় মেলাসহ সমস্ত কিছু উদযাপন করতে পারছি।  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সারা দেশের মতো মানিকগঞ্জেও কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। আমরা স্কুল কলেজ, ব্রীজ, কালভার্টসহ দৃশ্যমান উন্নয়ন করতে পারছি। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ভাল থাকলে দেশের উন্নয়ন হবে, বাংলাদেশ ভাল থাকবে।

 

Facebook Comments Box

Posted ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com