মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক মো. ফজলুল কবির । বৃহস্পতিবার সকালে সরকারী সফর সুচির অংশ হিসেবে তিনি ফুলবাড়ী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এসময় উপজেলার বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
সকাল ১১টায় পৌর শহরের সুজাপুর গ্রামে সমাজ সেবা মুলক সংস্থা লুমেলিসা আয়োজিত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক মো. ফজলুল কবির ।
এতে লুমেলিসা’র সাধারণ সম্পাদক ডা: চৌধুরী মুশফিকুর রহমান (লিও) এর সঞ্চালনায়, বীরমুক্তিযোদ্ধা মো.মহসীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো.সাইদুল হক প্রমুখ। এসময় চার শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে দুপুর ১২টায় তিনি (রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক) খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক সহ ইউপি সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.