মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ফুলবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার মধ্যদিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী দিবসটির প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড : মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এরপর একেএকে পুষ্পার্পন করে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের নেতৃত্বে উপজেলা পষিদ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র মাহমুদ আলমের নেতৃত্বে পৌর পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবী সংগঠন।
এদিকে সূর্যদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাতফেরী ও পুষ্পার্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন।
Posted ৯:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.