ডেস্ক রিপোর্ট | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
নানা কমসুচির মধ্যদিয়ে উপজেলা প্রসাশনের আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। বেলা ১২টায় উপজেলা হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উক্ত সেমিনারে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার (ফাইবার) ও আসাম ক্রিয়েশনস বিডি লিমিটেডের ফাউন্ডার এন্ড সি.ই.ও ফয়সাল আহমেদ অভি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, সহকারী কমিশনার (ভুমি) শামিমা আক্তার জাহান। সেমিনারে শিক্ষক-ছাত্র, ফ্রিল্যন্সার, সংবাদকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Posted ৭:২৩ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |