ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৮৫তম জন্মদিন ও রাসেল দিবস জাকজমক ভাবে উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রাদ্ধার্ঘ অর্পন করা হয়। এর পর সেখানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। সভায় বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল,সহ-সভাপতি মো: মিজানুর রহমান,যুগ্ন-সাধারণ সম্পাদক মঞ্জু রায় চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,প্যানেল মেয়র মো: মামুনুর রশিদ চৌধুরী,থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফ ইসলাম,প্রকৌশলী মো: রাইহানুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাফিউল ইসলাম,আনছার ভিডিপি কর্মকর্তা মো: হাসানুল মোবিনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মকচারীসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মি উপস্থিত ছিলেন। এর আগে সেখানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৫:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |