মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ।
এ উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর চত্বরে ছোটো ছোটো স্টল তৈরি করে সেখানে খামারীরা
তাদের উন্নত জাতের বিভিন্ন প্রাণি নিয়ে প্রদর্শন করেন।
উদ্বোধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম। ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার,আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন উন্নত জাতের ছাগল খামারি এস এম রজব আলী, কবুতর খামারি শিহাব আল সাদিক, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিদ্বয়। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের পুরস্কার বিতরণের মাধ্যমে প্রাণি সম্পদ প্রদর্শনী সমাপ্ত হয়।
Posted ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.