আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল প্রমুখ। এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শুক্রবার রাজশাহী জেলা বিএনপির আহব্বয়ক আবু সাইদ চাঁদ এক দলীয় অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্তীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন বিএনপির ওই নেতা। এতে সারাদেশের আওয়ামীলীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠন ও সাধারণ জনতা রুখে দাড়িয়ে এর প্রতিবাদ করে।
Posted ৬:০৬ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |