জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাট জেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের জনসাধারণকে করোনা ভাইরাসের গণটিকা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু এর সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামালপুর ইউনিয়নের নারী-পুরুষ সকলেই করোনার টিকা নিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তিপূর্ণ পরিবেশে গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনসাধারণের সুবিধার্থে নারি-পুরুষ ও বয়ষ্কদের জন্য আলাদা আলাদা লাইন, তিব্র গরমের জন্য ফ্যান ও বিশ্রামের জন্য আসনসহ প্রয়োজনীয় নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টিকা নিতে আসা জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, তাদের সুবিধার্থে টিকা কার্যক্রম শুরু থেকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু পরিষদ চত্বরে নিরলসভাবে সার্বিক তদারকি করছেন এবং কোন বয়ষ্ক ব্যক্তি তিব্র গরমে সামন্য অসুস্থবোধ করলে সাথে সাথে চেয়ারম্যান তাদের বিশ্রামে ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থ্যা করছেন।
Posted ৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |