মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পদ্মা নদী হতে পরিচয়হীন এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল আনুমানিক ১০টার সময় পদ্মানদীর ধার হাইটেক পার্ক সংলগ্ন এবং আই বাঁধের পাশে পদ্মানদী হতে লাশটি উদ্ধার করেন। উদ্ধার করা বাচ্চাটির বয়স আনুমানিক ৫ বৎসর হবে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত বাচ্চাটির নাম-ঠিকান পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজশাহী নগরের হাইটেক পার্ক এলাকার আই বাঁধের নিকটে পদ্মা নদীতে ৫ বৎসরের এক কন্যাশিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উপস্থিত লোকরা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির গলিত লাশ উদ্ধার করে।
রাজশাহীর নৌ–পুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবাইদুল হক জানান, ঐ বাচ্চার লাশ দেখে চেনার উপায় নেই। দশ হতে বারো দিন পূর্বে হয়তো সে মারা গেছে। প্রাথমিক সুরতহালে বোঝার উপায় নেই যে শিশুটিকে কেউ মেরে ফেলেছে, নাকি পদ্মার পানিতে ডুবে মারা গেছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে করা হয়েছে। এ বিষয়ে নগরের কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এবং মামলাটি নৌ–পুলিশ তদন্ত করবে।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |