মঙ্গলবার ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ

 

জামায়াত-বিএনপির অপপ্রচার বন্ধ ও রাজপথে সহিংসতা প্রতিহত করতে দৌলতপুরে ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির আয়োজন করেছে ১০নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগ।


শনিবার বিকেল ৪টার সময় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারান সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি ও জামায়াতকে দেশে আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার ও মিথ্যাচার বন্ধ করতে সক্রিয় থাকতে হবে আওয়ামীলীগ নেতাকর্মীদের। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।

সেসময় ১০নং দৌলতপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল ইসলাম মহির সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি শরিফ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি আয়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সোবহান আলী প্রমুখ্য। বক্তারা আরও বলেন, বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে উপজেলা আওয়ামীলীগের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানানো হয়।

 

Facebook Comments Box

Posted ৬:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com