উপজেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ,এন,ও শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, টি,এইচ,ও তোহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু প্রমুখ। এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Posted ৮:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.