ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৭ মে ২০২৪ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আসলাম উদ্দীন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছিল। নিখোঁজের একদিন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেছে।
১৬ মে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে ডুবে কিশোর নিখোঁজের এ ঘটনা ঘটে। ১৭ মে, শুক্রবার বেলা ১২টার দিকে নদীতে থেকে আসলাম এর লাশ উদ্ধার করা হয়।
মৃত আসলাম উদ্দীন একই এলাকার বাহার মালিথার ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে আসলাম সহ ১০ থেকে ১২ জন সমবয়সি কিশোর এক সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সকলেই নদী থেকে উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজ আসলামের বাবা সহ এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে পদ্মা নদীতে গতকাল থেকে উদ্ধার অভিযান চালায়। অবশেষে শুক্রবার বেলা ১২টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
দুর্ঘটনার বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পদ্মায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধারের জন্য গতকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খুলনা থেকে এসে কাজ করছিল। সেই সাথে আমাদের একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণে ছিল। শুক্রবার সকালে নিখোঁজের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ছবির ক্যাপশন: পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসলাম এর লাশ উদ্ধার।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |