ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতি সভা করেছে।
শনিবার বেলা ১২ টায় মোহরার বারে দলিল লেখক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন এর সভাপত্বিতে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দৌলতপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সকল দলিল লেখক জেলা রেজিষ্ট্রার বরাবর দলিল ও ফিসের রসিদ পাবার জন্য আবেদন করেন।
সভায় দলিল লেখকগন বলেন, সপ্তাহে দুই দিন কুষ্টিয়া সদর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার অত্র অফিসে খন্ডকালীন সময় দলিল রেজিষ্ট্রির কাজ করে থাকেন। গত ২৬ জানুয়ারী দলিল লেখকগন প্রায় তিন শতাধিক দলিল রেজিষ্ট্রি’র জন্য দলিলের ফিস সহ অত্র অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নির নিকট জমা প্রদান করি। উক্ত দলিল রেজিষ্ট্রি কার্য্যক্রম চলাকালীন ১১০ খানা দলিল রেজিষ্ট্রি হওয়ার পর আকস্মিক ভাবে দুদকের অভিযান শুরু হয়। যে কারনে জমাকৃত তিন শতাধিক দলিল রেজিষ্ট্রি হয়নি এবং দলিল বাবদ জমাকৃত ফিসের টাকাও ফেরৎ পাইনি। এছাড়া দলিল রেজিষ্ট্রি হওয়ার পর ৫২ ধারা মোতাবেক রশিদ প্রদান করার কথা থাকলেও কর্মকর্তা দলিল রেজিষ্ট্রি কাজে ব্যাস্ত থাকায় পরেরদিন রশিদ সংগ্রহ করে আমরা মোয়াক্কেল কে রশিদ প্রদান করে থাকি। উক্ত সাব-রেজিষ্ট্রি অফিসে প্রতিদিন প্রায় ১১০/১২০ খানা দলিলের জাবেদা নকল উত্তোলন করা হয়ে থাকে। প্রতিদিনের ন্যায় ২৬শে জানুয়ারী ২০২২ তারিখে বিভিন্ন মোয়াক্কেলের আনুমানিক ১২০ খানা দলিলের জাবেদা নকল উত্তোলনের জন্য দরখাস্ত ও নকলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নির নিকট জমা প্রদান করা হয়। কিন্তু দুদক কর্মকর্তাগন অভিযান পরিচালনার পরে অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নির নিকট থেকে দলিল রেজিষ্ট্রি বাবদ ফিস ও দলিলের জাবেদা নকল এর টাকা সহ তাকে গ্রেপ্তার করেন। জনদুর্ভোগ লাঘবের স্বার্থে জমাকৃত দলিল এবং রেজিষ্ট্রি/ফিসসহ দলিল ফেরত পাবার জন্য তারা জেলা রেজিষ্টারের নিকট আবেদন করেছেন।
Posted ৫:২০ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |