মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি | রবিবার, ১০ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা ৬ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন, রোববার (১০ অক্টোবর) বেলা ১২টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন। আগামী ১১অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা ৬ দিন আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সে মোতাবেক ১১অক্টোবর সোমবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
পূজার বন্ধ শেষে ১৭ অক্টোবর মঙ্গলবার থেকে বন্দর দিয়ে পুনরায় দেশের একমাত্র চতুর্দেশীয় মাঝে আন্তর্জাতিক আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে।
রোববার (১০ অক্টোবর) বেলা ১২টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুই দেশের আমদানি-রপ্তানি কারক ও ব্যবসায়ীদের যৌথ উদ্দোগ্যে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ (সোমবার) থেকে ১৬ অক্টোবর (রোববার) পর্যন্ত পঞ্চগড়ের বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (সোমবার) সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে বলে তিনি আরো জানান।
Posted ৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |