বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১০ বছর পর সালথায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

আজিজুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি   |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ | প্রিন্ট  

দীর্ঘ ১০ বছর পর সালথায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

 

 


ফরিদপুরের সালথায় দীর্ঘ  ১০ বছর পর  যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকালে জেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।

 

উপজেলা যুবলীগের সভাপতি মো: খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মুজিবুর রহমান  চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মোঃ শহিদুল হক রাসেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী  কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, সদস্য এ্যাড. এম. এ কামরুল হাসান খান আসলাম, নিয়াজ জামান সজিব, আরিফুল হাসান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম  আহ্বায়ক মোঃ শাহ্ সুলতান রাহাত।

 

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলার বর্তমানের যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এসময় সম্ভাব্য ৬জন সভাপতি পদপ্রার্থী এবং ১১জন সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের বায়োডাটা জমা নেওয়া হয়। বায়োডাটা যাচাই-বাছাই শেষে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা দেওয়ার কথা জানিয়ে সম্মেলন সমাপ্তি করা হয়।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com