ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | প্রিন্ট
সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে সিয়াম (৯) ও মাসুম(১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১২ এপ্রিল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নারগুন ইউনিয়নের টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা নারগুন ইউনিয়নের কহরপাড়া কেরানি মার্কেট এলাকার ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের প্রয়াত মনসুর আলীর ছেলে মাসুম (১২)।
স্থানীয়দের বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, দুপুর ৩টার দিকে একই গ্রামের পাঁচজন থেকে সাতজন শিশু মিলে বাড়ির পাশের টাঙ্গন নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীর গভীর পানিতে সিয়াম ও মাসুম তলিয়ে যায়। পরে সাথে থাকা অন্য শিশুদের চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং নিখোঁজ দুই শিশুকে নদীর পানিতে খুঁজতে শুরু করে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় দুইঘন্টা খোঁজার পর নদী থেকে সিয়াম ও মাসুম লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম আরো জানান , নদী থেকে উদ্ধারকৃত সিয়াম ও মাসুমের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৯:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |