ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১১৬৭) নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা তাদের মার্কা নিয়ে দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
জানা গেছে,আগামী ২০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে সভাপতি পদে ৩জন,সাধারণ সম্পাদক পদে ৩জন,সহসভাপতি পদে ৪জন,সাংগঠনিক পদে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন।
এই নির্বাচনে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে শেখ বাদশা ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম বিনা প্রতিদন্দিতায় নিবাচিত হয়েছেন।
ফুলবাড়ী সহ দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় প্রায় ৬ হাজার শ্রমিক এর ভোট গ্রহণের মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতা মহসিন আলী সরকার।
এই নির্বাচনকে কেন্দ্র করে জেলার ১৩টি উপজেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর রোববার রাত ৮টায় ফুলবাড়িতে নির্বাচনী প্রচারণা চালান সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফজলে রাব্বী।
এসময় তিনি বিভিন্ন কাউন্টারে গিয়ে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।
ফুলবাড়ীতে ব্যাপক সমর্থন নিয়ে এই প্রচারণা চালান তিনি। পরে তিনি ফুলবাড়ি বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথ সভায় শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং১১৬৭) ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা কমিটির সভাপতি মহসিন আলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।এর আগেও তিনি লাগাতার তিন বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান ফজলে রাব্বী একজন সৎ ও যোগ্য নেতা।
Posted ১:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |