রাসেদুল ইসলাম, মোহনপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশে কয়েকটি জেলায় তাপদাহের পাশাপাশি সারাদেশে বেড়েছে গরমের তীব্রতা। একই অবস্থা রাজশাহী জেলার মোহনপুর উপজেলায়।এতে মানুষের জীবন যাএা থমকে যাবার পাশাপাশি মোহনপুর উপজেলা হাসপাতালে বেড়েছে গরম জনিত বিভিন্ন রোগীর সংখ্যা।
বিশেষ করে ডায়রিয়া, জ্বর, সর্দি- কাশি,নিউমোনিয়া ও স্ট্রোক জনিত বিভিন্ন রোগে আক্রান্তদের ভিড় মোহনপুর উপজেলা হসপাতালে বেড়েছে।
সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ রোগী বেড়েছে, যার কারনে ডাক্তার গন সেবাদিতে হিম- সিম খাচ্ছে, চরম গরমে মোহনপুর উপজেলা হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও বাচ্চাদের নিউমোনিয়া।
মোহনপুর হাসপাতালে মো: তারিখ নামের এক স্থানীয় বাসিন্দা জানান বেড না পেয়ে বারান্দায় থেকে চিকিৎসা নিয়েছি।
মোহনপুর উপজেলা হাসপাতালের আরএমও মো: রাশেদুল ইসলাম বলেন “ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে মোহনপুর হাসপাতালে, বর্তমানে স্যালাইনে সংকট নাই,তবে এভাবে রোগী বেশি হলে সংকটে পড়বো,চরম গরমে হাসপাতালে বেড়েছে রোগী, তবে একটু বৃষ্টি হলে সমস্যা কিছুটা কমে যাবে।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.
.