রামপ্রসাদ সরকার দীপু, | শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত শুক্রবার সকালে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাম চন্দ্র সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালাম পিপি, সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান প্রমুখ। শেষে মোহাম্মদ উল্লাহ মঞ্জুকে সভাপতি ও মোঃ ফরহাদ বেপারীকে সাধারন সম্পাদক করে ঘিওর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একটি শক্তিশারী কমিটি গঠন করা হয়।
Posted ১:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Desh24.news | Azad
.
.