বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওর ইউএনওর হস্তক্ষেপে হিজুলিয়া গ্রামে সম্প্রীতির বন্ধন

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট  

ঘিওর ইউএনওর হস্তক্ষেপে হিজুলিয়া গ্রামে সম্প্রীতির বন্ধন

 

মানিকগঞ্জের ঘিওরের মসজিদ, ঈদগাহ ও কবরস্থানে যাতায়াতের রাস্তা তৈরি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই সমস্যার সমাধান করা হয়। জানা যায়, উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া মধ্যপাড়া গ্রামের ৪০ টি পরিবারের মানুষের মসজিদ, ঈদগাহ ও কবরস্থানে যেতে হতো অন্যের বাড়ির ওপর দিয়ে কিংবা কাদা পানি মারিয়ে। ছিল না রাস্তা। দীর্ঘদিন ধরে এসব পরিবারের মানুষজনের এমন ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। এই ভোগান্তি লাঘবে এলাকাবাসী রাস্তা নির্মাণ কাজ হাতে নেয়। গ্রামের অপর একটি পক্ষ তাতে বাধা সৃষ্টি করলে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। অবশেষে এই দুর্ভোগ থেকে মুক্তি মিললো। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, ঘিওর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম উজ্জল দরজী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আয়ুব আলী, ২ নং ইউপি সদস্য রমজান আলীসহ এলাকার মুরুব্বিগণ। সমঝোতা বৈঠকে জানা যায়, হিজুলিয়া মধ্যপাড়া গ্রামের ছিয়ার আলীর বাড়ি থেকে অলিজোত খানের বাড়ি পর্যন্ত দুইশ মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা নিয়ে স্থানীয়দের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে আসন্ন ঈদে নামাজ পড়া নিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছিল এলাকাবাসী। সমাধানের লক্ষ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুর রহমান উদ্যোগ নেন বিষয়টি সমাধান করার। ইউপি সদস্য রমজান আলী বলেন, হিজুলিয়া মধ্যপাড়া গ্রামের কবরস্থান ও ঈদগাহ মাঠে যাতায়াতে রাস্তা তৈরি করা নিয়ে এলাকাবাসীর দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রামের একটি পক্ষ প্রশাসনের কাছে অভিযোগ করে এ রাস্তা নির্মাণ কাজ বন্ধ করেন। এরপর এলাকায় উত্তেজনা বিরাজ করে। উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, হিজুলিয়া গ্রামের জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুটি পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আসন্ন ঈদে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে আজ উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু ও সুন্দর সমাধান করে দেয়া হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ এলাকাবাসীর চলাচলের রাস্তাটি নির্মাণ কাজ শুরু হবে। গ্রামবাসীর মাঝে এখন সম্প্রীতির বন্ধন ও আনন্দ বিরাজ করছে।


Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com