ডেস্ক রিপোর্ট | সোমবার, ২২ আগস্ট ২০২২ | প্রিন্ট
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতারা গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল ইসলাম খবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সহ সভাপতি আতোয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, শামসুল আলম খান, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২২ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.
.