ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক (ঘিওর) মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে শিশুদের হাত দিয়ে শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ চারা রোপণ করা হয়।
এ কর্মসূচির আয়োজন করে ঘিওর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াদিয়া শাবাব, উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা এসব চারা রোপণ করে।
কৃষি অফিসার শেখ বিপুল হোসেন জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে ঘিওরের বিভিন্ন স্থানে শিশুদের হাত দিয়ে শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তালের চারা রোপণ কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে।
Posted ৬:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |