বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে শান্তি সম্প্রীতি মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

ঘিওরে শান্তি সম্প্রীতি মতবিনিময় সভা

আব্দুর রাজ্জাক (ঘিওর) মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওরে শান্তি সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা কম্পাউন্ডে পৃথক সভায় উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বীয় নেতা এবং  উপজেলার সকল মসজিদের ইমাম, আলেম মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে শান্তি সম্প্রীতি বজায়ে এ সভার আয়োজন করে ঘিওর থানা প্রশাসন।


 

ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোহাব্বত খান, কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল মতিন মুসা,  উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন কুমার আইচ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী কালিদাস সাহা,  কালীবাড়ি মন্ডপের সভাপতি রাম চন্দ্র সাহা প্রমুখ।

 

এরপর আরেক সভায় আলেম-ওলামা এবং মাদ্রাসার শিক্ষকদের নিয়ে শান্তি সম্প্রীতি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মুফতি রাশেদুল ইসলাম,  থানা হাই স্কুল জামে মসজিদের  পেশ ইমাম মাওলানা মুফতি মাহমুদুল্লাহ,  কুষ্টিয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি নিজাম উদ্দিন,  ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মোঃ আতিকুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঘিওরে ধর্মীয় সম্প্রদায়ের উপর কোন অন্যায় অত্যাচার হবে না এবং তারাও কোন গুজবে কান দিয়ে কোন প্রকার বিশৃঙ্খলায় জড়াবেন না। দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করবে।

 

সভাপতির বক্তব্যে ওসি রিয়াজ উদ্দিন বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ ও শ্রদ্ধাবোধ প্রদর্শন শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। সব ধর্মেই শান্তির কথা বলা আছে। এসময় তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।

 

Facebook Comments Box

Posted ৭:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com