ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ।।
মানিকগঞ্জের ঘিওরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ২৫ এপ্রিল ) সকালে উপজেলার ঘিওর ইউনিয়নের দোতরা পাকা রাস্তা থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি নির্মাণ হবে।
রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান । এ সময় আরও উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ইউপি সদস্য মোঃ সায়েদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান প্রমুখ।
ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর। সেই ধারাকে অব্যাহত রাখতে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার এই উন্নয়ন মুলক কর্মকাণ্ড তৃনমুল পর্যায়ে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের পথ সুগম হবে ।
Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |