ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক (মানিকগঞ্জ):
আজ পহেলা ফাল্গুন, ঋতুরাত বসন্তের প্রথম দিন। একইসঙ্গে আন্তর্জাতিক ভালোবাসা দিবস। এক সাথে ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্তকে বরণ করে নিচ্ছে গোটা জাতি। একদিনে দুই উৎসবের আনন্দঘন দিনে ব্যতিক্রমি আয়োজন করেছে মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ । থানায় আগত সেবা গ্রহীতাদেরকে ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ঘিওর থানায় কর্মরত অফিসার ফোর্স, সকল পুলিশ সদস্য ও স্টাফদের মাঝে বসন্তের প্রথম দিনে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান । এছাড়াও থানায় সামনে রাস্তায় পথচারীদের মাঝে ফুলের সাথে মাস্ক বিতরণ করেন।
এরপর ঘিওর উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সদস্যরা ।
ওসি রিয়াজ বলেন, আজ বিশ্ব ভালবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে ঘিওর থানার পক্ষ থেকে এই সামান্য শুভেচ্ছা বিনিময়।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু , জনগণের সুরক্ষায় পুলিশ এখন মানবিক । তাই সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে এই উদ্যোগ।
Posted ৬:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |