বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে ভাঙা রাস্তায় জনগণের দুর্ভোগ চরমে

মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে ভাঙা রাস্তায় জনগণের দুর্ভোগ চরমে

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ায় একটি রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের শত শত মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের পাশাপাশি ঢালাই ভেঙে গেছে।  এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ চলাচল একেবারেই  কষ্টকর।   এতে ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল করছে মারাত্নক ঝুঁকি নিয়ে। শিক্ষার্থীসহ স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে নিতে দ্বিগুণ অর্থ ব্যয় হচ্ছে।

 

বুধবার সরেজমিন দেখা গেছে, উপজেলার বালিয়াখোড়া- মহাদেবপুর সড়কের ভালকুটিয়া বাজার বালিয়াখোড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার এই ভগ্নদশা।  এ রাস্তায় প্রতিদিন ভালকুটিয়া, চৌবাড়িয়া, বালিয়াখোড়া, আঙ্গুরপাড়া, মহাদেবপুর, ধুলন্ডি, শোদঘাটাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন ও বিভিন্ন যানবাহন চলাচল করে। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙে চৌচির হয়ে পড়েছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।  রাস্তার ইটের সলিং উঠে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।

 

 

রিক্সা চালক পিংকু মিয়া বলেন, আমাগো দু:খ দেখার কেউ নাই।  প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত লোকজন চলাচল করে। রাতে চলাচল করতে গিয়ে লোকজন দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার যে অবস্থা পায়ে হেঁটে চলাই কষ্ট, রিকশা কীভাবে চলবে?

 

 

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ তাঁদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাস্তায় চলাচলকারী ভালকুটিয়া গ্রামের কলেজ শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, রাস্তাটির বেশির ভাগ স্থান ভেঙে গেছে। কলেজে যেতে কষ্টের পাশাপাশি দ্বিগুন সময় ব্যয় হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।

 

আঙ্গুরপাড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়া বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রতিনিয়তই দুর্ঘটনা হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

 

স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। পণ্য পরিবহনে যানবাহনে বাড়তি ভাড়া গুনতে হয়। ভাঙা রাস্তা মাড়িয়ে অনেকেই ভালকুটিয়া বাজারে আসতে চান না।

 

বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, ভালকুটিয়া বাজার থেকে বালিয়াখোড়া পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ।  সংষ্কার করতে ইউএনও এবং  উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। বরাদ্দ পেলে সংষ্কার কাজ শুরু করতে পারবো।

 

 

উপজেলা প্রকৌশলী সাইফুর রহমান হৃদয় বলেন, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। আশা করি দ্রুত বালিয়াখোড়া- ভালকুটিয়া রাস্তার রাস্তার সংষ্কার কাজ শুরু হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান অবহিত করেছেন।  ঈদের আগেই একটি প্রকল্পের মাধ্যমে রাস্তাটির সংষ্কার কাজ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com