বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে বিশ্ব শান্তিকল্পে ৪৮ প্রহর ব্যাপি হরিনাম সংকীর্তন শুরু

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট  

ঘিওরে বিশ্ব শান্তিকল্পে ৪৮ প্রহর ব্যাপি হরিনাম সংকীর্তন শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শারদীয়  রাস পূুর্ণিমা  উপলক্ষে বিশ্ব শান্তি ও কল্যান কামনায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী ঘিওর কেন্দ্রীয় কালি বাড়ি নাট মন্দির প্রাঙ্গনে ৪৮ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রম্বা হরিনাম সংকীর্তন মঙ্গলবার থেকে শুরু হয়েছে।


অনুষ্ঠানে মহানামসুধা পরিবেশন করবেন শান্তি নিকেতন সেবা সংঘ (মানিকগঞ্জ),শিশু কৃষ্ণ সম্প্রদায় (খুলনা )  ভুবন মঙ্গল সম্প্রদায় (সিরাজগঞ্জ), রাধা মাধব সম্প্রদায় (বরিশাল), ব্রজের মাধুরী সম্প্রদায়  (পিরোজপুর) শিখাশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ) , সত্য নারায়ন সম্প্রদায় (খুলনা) । এ ছাড়া অষ্টকালীন লীলা সংকীর্তন পরিবেশন করবেন অমল ব্যানার্জী (ফরিদপুর), অজিত কুমার সাহা (ঘিওর), শ্রীমতি আশালতা মন্ডল (সাতক্ষিরা)।

মন্দির কমিটির সভাপতি রাম চন্দ্র সাহা ও সাধারন সম্পাদক প্রশান্ত কুমার সন্টু জানান, প্রতি বছরেও মতো এবারও ব্যাপক আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে । নগর সংকীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত ও শ্রী শ্রী চৈতন্যমৃত পাঠ শেষে মঙ্গলবার রাতে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। নাম কীর্তনের শুভ উদ্বোধন করেন শ্রী শ্যামল গোস্বামী।

ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড্ঃ শচীন্দ্র নাথ মিত্র জানান, শারদীয়  রাস পূুর্ণিমা উপলক্ষে ইতোমধ্যে সারা দেশ থেকে অসংখ্য ভক্তরা এখানে সমবেত হয়। জেলার মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান হয় ঘিওর কেন্দ্রীয় নাট মন্দিরে। বর্তমানে আর্থিক সংকটের মধ্যেও পাঁচতলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনের কাজটি শুরু হয়েছে। তবে পুরো ভবনটি সরকারি অনুদান এবং ভক্তদের আর্থিক অনুদানে নির্মিত হচ্ছে। ভক্তদের পদচারনায় আঙ্গিনাটি মুখোরিত হয়ে উঠছে বলে তারা জানান।

 

 

 

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com