(আব্দুর রাজ্জাক) | রবিবার, ২০ মার্চ ২০২২ | প্রিন্ট
দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন ও রমজান মাস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। রোববার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, সমাজ সেবক আব্দুল কাদের টিপু প্রমুখ।
উপজেলার নিম্ন আয়ের ৭২৮৫ টি পরিবারের মাঝে সরকার কর্তৃক গৃহীত দুই ধাপে টিসিবি’র পণ্য সয়াবিন তেল ২ কেজি , মুশুরের ডাল ২ কেজি, চিনি ২ কেজির এই আকর্ষণীয় প্যাকেজ ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। পণ্য বিক্রয়ে অনিয়ন প্রতিরোধে মনিটরিং সেল কাজ করছে, প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজষ্ট্রেট নিয়োজিত রয়েছেন।
Posted ৮:২২ অপরাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২
Desh24.news | Azad
.
.