ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ মে ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ মে ) এই প্রতিষ্ঠানের ১৯৯৩ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।
বর্ণাঢ্য র্যালি দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয়, এরপর চলে স্মৃতিচারণ ও আলোচনা সভা। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মধ্যাহ্ন ভোজের বিরতির পর শুরু হয় জমকালো আয়োজনে দেশীয় সংস্কৃতিকমূলক বিভিন্ন অনুষ্ঠানমালা।
আয়োজক কমিটির আহবায়ক মোঃ মিরোজ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।
সাংবাদিক রিপন আনসারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পবিত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র সরকার, ঘিওর থানার ওসি তদন্ত খালিদ মুনসুর, আয়োজক কমিটির সদস্য সচিব রবিন আহমেদ, কোষাধ্যক্ষ লোকমান মোল্লা, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কানিজ ফাতিমা রহমান, মাহমুদ চৌধুরী শিপলু, মোঃ সজল, জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা সিদ্দিকুর রহমান, ইশতিয়াক আহমেদ মোঃ লেবু মিয়া প্রমুখ।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মে ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |