মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন ঘিওর থানার পুলিশ কনস্টেবল।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় তাকে।
এসময় বিদায়ী কনস্টেবলের হাতে ফুল দিয়ে বিদায় জানান, ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে সকল পুলিশ সদস্যরা লাইনে দাঁড়িয়ে তাকে বিদায় জানান।
অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল হলেন এস এম মোস্তফা কামাল।চাকরি জীবনে তিনি ৩১বছর জনসাধারণের জন্যে কাজ করে গেছেন।
বিদায়কালে পুলিশ কনস্টেবল জানান, চাকরি জীবনের শেষ দিনে এমন সম্মান অনেক ভাগ্যের ব্যাপার। এমন বিদায় পেয়ে আমি সত্যিই আনন্দিত। অবসরে যাওয়ার সময় এমন সম্মান দেয়ার জন্যে কর্মজীবনের শেষ কর্মস্থল ঘিওর থানার সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, চাকরির শেষ দিন তার সম্মানে দুপুরে থানার পুলিশ সদস্যদের নিয়ে একসঙ্গে খাবারের আয়োজন করা হয়।
এরপর তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোসহ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরি জীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজন বলেও জানান এই কর্মকর্তা।
Posted ১:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |