ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ:
“প্রাকৃতিক উৎস সুরক্ষা করি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি, খাদ্যের সার্বভৌমত্বের সংগ্রাম করি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে গ্রামীণ নারীদের লোকায়ত চর্চায় পিঠাপুলির উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বহুজা গ্রামের প্রবীণ কৃষক বাবর আলীর উঠানে বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠানে গ্রামীণ নারীরা চিতই, ভাপা, পাটিশাপটা, দুধকুলি, দুধসর, ভিজানো পিঠা, মোরক সংশাসহ হরেক রকমের পিঠাপুলির আয়োজন করেন। বহুজা প্রবীণ সংঘ ও বারসিক এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস আর আনসারি বিল্টু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ( প্রশিক্ষণ) কৃষিবিদ আশরাফ উজ্জামান, ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব হোসেন, বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার ও মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাষ্ট্রীয় পদক প্রাপ্ত কৃষক কৃষক মোঃ বাবর আলী, নারীনেত্রী মর্জিনা বেগম, সালেহা খাতুন, কৃষক আতোয়ার হোসেন। অনুষ্ঠানের অতিথিরা গ্রামীণ নারীদের হাতে তৈরি ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য ও হরেক রকম পিঠা উৎসবের প্রশংসা করার পাশাপাশি গ্রামীণ এসব লোকজ সংস্কৃতি অনুষঙ্গ সংরক্ষণ করার এগিয়ে আসার আহ্বান জানান।
Posted ৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |