ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি পাচুরিয়ায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরন করা হয়।
এর আগে খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এসময় উপস্থিত ছিলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের বড় পুত্র ড. খন্দকার আকবর হোসেন বাবলু, ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন-কান্ত পন্ডিত ভজন, আবিদুর রহমান খান রোমান, জেলা কৃষক দলের আহবায়ক তোজাম্মেল হক তোজা, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহ সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো: সোহরাব হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইছাক সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন প্রমুখ।
এর আগে ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে শায়িত বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে সকাল থেকেই জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মার্চ বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, ৫ বারের সংসদ সদস্য বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খোন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিব নিযুক্ত হন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময় বিএনপির নানা সঙ্কটে তিনি জোরালো ভূমিকা পালন করেন।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.