ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা গোলাগনগর (বেপারী পাড়া) উয়ায়েছি দরবার প্রাঙ্গনে পাক পাঞ্জাতন স্মরণে ৩৫তম ওরশ মোবারক-২০২৩ উপলক্ষ্যে ৪ দিন ব্যাপি অনুষ্ঠান গত বৃহস্পতীবার থেকে শুরু হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে র্যালি , তরিকার আলোচনা, মিলাদ মাহফিল ও বিচার গানের আয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশাল র্যালি বের হয়। র্যালিটি বাজারের বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উয়ায়েছি ফকির হযরত শাহ সুলতানি বাচ্চু শাহ্ উয়ায়েছি। বক্তব্য রাখেন আবু হানিফ পান্নু উয়ায়েছি, ইয়ার আলম উয়ায়েছি, সুমন আল উয়ায়েছি, আক্কাছ আলী উয়ােেয়েছি, মুকুল হোসেন উয়ায়েছি, লাল চান উয়ায়েছি, শাহ্ নূর ইসলাম হৃদয় উয়ায়েছি,শাহ্ শাহাদত উয়ায়েছি, আব্দুল মান্নান উয়ায়েছি, পাঞ্জু শাহ উয়ায়েছি ও বাবুল শাহ্ উয়ায়েছি প্রমুখ।
Posted ১০:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |