নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে স্বাধীনতা দিবস উপলক্ষে শতাধিক মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্য সেবা।
আজ রবিবার (২৬ মার্চ) সকাল থেকে দিনব্যাপী ঘিওর উপজেলা চত্বরে বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে । এসময় উদ্দীপনার মেডিকেল টিম ২ শতাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন ।
উদ্দীপন ঘিওর উপজেলার আঞ্চলিক অফিস এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত মানুষদের ডায়াবেটিস, ব্লাড প্রেসার মাপাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করেন।
ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন । এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান কাজী মাহেলা , সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান,উদ্দীপন ঘিওর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান,একাউন্টস অফিসার আসিফ সরদার,উদ্দীপনার ঘিওর অঞ্চলের উপ-সহকারী কমিউনিটি অফিসার লিমা আক্তার উপস্থিত ছিলেন।
Posted ৬:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.