ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপ, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর মোড়ালে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তালন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল বণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়কগুলো পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি মোঃ ইকরামূল ইসলাম খবিরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ শচীন্দ্রনাথ মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতীন মুসা, মোঃ আতোয়ার রহমান, মোঃ শামসুল আলম খান, মুক্তিেেযোদ্ধা আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, আলী ইকবাল বাহাার ভিপি শামীম, আইন বিষয়ক সম্পাদক এ কে সারোয়ার কিরন খান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমূল হক স্বপন, মহীলা আওয়ামীলীগ সভাপতি কাজী মাহেলা, পয়লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, যুবলীগের সভাপতি বাবুল বেপারী, বড়টিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম মোল্লা রওশন, সিংজুরী আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম লেবু, শ্রমিক লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। কেকে ও মিষ্টি বিতরেনর পরে ওস্তাদ আক্কাছ আলীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৪:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Desh24.news | Azad
.
.