ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপু:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর (বেপারীপারা) গ্রামে পাক পাঞ্জাতন স্মরণে নিয়তে বরকত, খেদমতে রহমত উয়ায়েছি তরিকার পূর্নমিলন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দরবার শরীফে ২৩ মার্চ থেকে ৩দিন ব্যাপি উয়ায়েছি ফকির হযরত শাহ্ সুলতানী বাচ্চু শাহ্ উয়ায়েছি দরবার শরীফে ধর্মীয়সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে আহলে বায়াত পাক পাঞ্জাতনের শিক্ষা সমন্ধে আলোচনা,বেলায়েতের বাদশাহ মাওলা আলী কারামুল্লাহর আদর্শ প্রণীত রাসুল (সাঃ) সম্পর্কে আলোচনা ও বেঠকি ও বিচার গান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, ছাত্রলীগের সাবেক সভাপতি আজীম মিয়া জন প্রমুখ। বিচার গান পরিবেশন করেন মোঃ সোরহাব সরকার এবং লিপি সরকার। এছাড়া স্থানীয় শিল্পীরা বিচ্ছেদ গান পরিবেশন করেন।
হযরত শাহ্ সুলতানী বাচ্চু শাহ্ উয়ায়েছি জানান, প্রতি বছরের মতো এবারও আমাদের ওয়ায়েসী দরবার শরীফে বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তবৃন্দ এসেছে। সবার সার্বিক প্রচেষ্ঠায় সামাজিক দুরত্ব মেনে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে।
Posted ৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |