মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের আলিমের মোড় থেকে ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজার যাওয়ার রাস্তা পাকাকরণ কাজ গত ৩ বছর আগে শুরু হলেও এখনও নির্মাণ কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তি ও দূর্ভোগে পথচারী। সেই রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে ইউএনও ও এলজিইডি প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
স্মারকলিপি সূত্রে জানা যায়,৩বছর পূর্বে ঐ রাস্তার নির্মাণ কাজ শুরু করে আরটিএ-সিসিসি-জেভি নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেই রাস্তার কিছু কাজ করার পরেই লাপাত্তা হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। রাস্তাটি অধিকাংশ জায়গায় ভেঙে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে গেছে। রাস্তাটি চলাচল উপযোগী করে দ্রুত পাকাকরণ কাজ শেষ করার দাবি জানিয়েছে ঐ এলাকার কয়েক শতাধিক জনসাধারণ।
উল্লেখ্য, আলিমের মোড় থেকে কাচিনীয়া ৭.৬ কি.মি. এবং টংগুয়া থেকে দুহশুহ ৫.৫ কি.মি. রাস্তা নির্মাণ ব্যয় ৯ কোটি ২০ লক্ষ টাকা।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত পাকা রাস্তার কাজ শেষ করার জন্য বলা হয়েছে। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঐ রাস্তাটির কাজ দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |