ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্তা গ্রামে ইছামতি শাখা নদীর তীরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানটি পরিচিত সার্বজনীন মহাশ্মশান নামে। দুইশত বছরের পুরোনো এই শ্মশানে ৭টি গ্রামের সনাতন ধর্মালম্বীদের চিতা জ্বালানো হয় এবং সমাধি করা হয়। বর্তমানে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও নদীতে তীব্র স্রোত থাকায় শ্মশানটি নদীভাঙনের কবলে পড়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই মহাশ্মশানে ৭টি গ্রামের মানুষের সৎকার কাজ করা হয় এবং চিতা জ্বালানো হয়।
নদী ভাঙনে নিজেদের চরম দুর্ভোগে পড়ার কথা বলে অতি দ্রুত ভাঙন রোধে ব্যাবস্থা দাবি জানায় ৭টি গ্রামের স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা।
এ বিষয়ে কুস্তা মহাশ্মশান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন কুমার আইচ বলেন-প্রায় দুইশত বছর আগে এই শ্মশানটি স্থাপিত হয়েছে । বতর্মানে নদীর পানি বৃদ্ধির কারনে মহা শ্মশানটি হুমকির মুখে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি দুর্জয়ের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি দ্রত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে তিনটি মন্দিরসহ মহা শ্মশানটি।
এবিষয়ে ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল বলেন বিষয়টি নিয়ে আমি অবগত আছি। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |