ডেস্ক রিপোর্ট | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বৃটিশবিরোধী ভাষা আন্দোলনের সূতিকাগার মানিকগঞ্জের ঐতিহ্যেবাহী তেরশ্রী অঞ্চলের অন্যতম কমিউনিস্ট পরিবার ডাঃ এম এন নন্দী (রেড নন্দী) ও কমরেড প্রমথ নাথ নন্দী এখনো আমাদের আদর্শের বাতিঘর।
শনিবার বিকেলে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে কিংবদন্তী চিকিৎসক ডাঃ এম এন নন্দী স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব মানিকগঞ্জ যাদুঘরের অস্থায়ী কার্যালয় (পশ্চিম বান্দুটিয়ার মুন্সী বাড়িতে) অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো.আজাহারুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(স্থানীয় সরকার) মো.শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল,সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক,
সাবেক অতিরিক্ত সচিব নাইম আহমেদ খান,নন্দী পরিবারের সদস্য স্বপন নন্দী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার,প্রফেসর উর্মিমালা রায়,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন ডাঃ এম এন নন্দী ও তার ভাই প্রমথ নাথ নন্দী আমাদের চেতনার বাতিঘর। তারা আমাদেরকে সমাজতন্ত্র সাম্যবাদ ও মানবতাবাদের পথ দেখিয়েছেন। এম এন নন্দী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একান্ত চিকিৎসক থাকা সত্ত্বেও বিনামূল্যে হাজারো মানুষের ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কার্পন্য করেনি। জয় হোক ডাঃ এম এন নন্দীর, জয় হোক মানবতার।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |