এস এম আলমগীর হোসেন পটুয়াখালী প্রতিনিধি | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
মোসাঃ নার্গিস(২৩) এর হত্যা মামলায় পলাতক স্বামী মো: রাজিব গ্রেফতার হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর মহিষকাটা গ্রামে কলাপাড়া থানার পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শনিবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নেমুপাড়া গ্রামের মো: রাজিব ঘর থেকে বেড়িয়ে পাশ্বের ঘরে থাকা তার মাতা মোসা: ফিরোজা’কে বলে আমি মাছ ধরতে গেলাম, ঘরের দিকে খেয়াল রাখিও। সাথে সাথে ফিরোজা বেগম ঘর থেকে এসে দেখে মোসা: নার্গিস ঘটনাস্থলের বসত ঘরের মধ্যে মাটিতে মৃত্যু অবস্থায় পড়ে আছে। গলায় কালো দাগের চিহ্ন থাকে। তাদের একটি দের বছরের কন্যা সন্তান ঘুমন্ত অবস্থায় বসতঘরে রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য কারনে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঘটনার পর থেকেই পালিয়ে যায় স্বামী মো: রাজিব। ঘটনার পরের দিন নিহত নার্গিসের বাবা মোঃ আনোয়ার হোসেন বেপারী বাদী হয়ে কলাপাড়া থানায় রাজিব সহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ জানান, গোপন সংবাদে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের পর প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
১১/০৯/২০২৩
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.