মোঃ জুলহাস মোল্লা কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট
কলাপাড়ায় রাতের আঁধারে অছাত্র ও বিবাহিত অরাজনৈতিক লোকদের কমিটি দেয়াতে ও একই সাথে অর্থের বিনিময়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটি গঠন করেছেন বলে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবী ও বহিস্কার চেয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সভা করেছে পদ বঞ্ছিত ও সদ্য বিদায়ী ছাত্রলীগ নেতা কর্মীরা।
মঙ্গলবার শেষ বিকালে শহরের প্রধান প্রধান পয়েন্টে মিছিল করে দলীয় কার্যালয়ে শেষ বিক্ষোভ সভা করে।
এসময় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিক তালুকদার, এমি কলেজ শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান হিরান, সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী,নতুন পাওয়া পৌর কমিটির সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিটির ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার(১০ জুলাই) রাত সাড়ে এগারোটায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ এর স্বাক্ষরিত আলাদা আলাদা প্যাডে কলাপাড়া উপজেলায় হাসিবুল হাসান কে সভাপতি ও বাবু তালুকদার কে সাধারন সম্পাদক,পৌরসভায় রাকিবুল হাসান রাব্বি কে সভাপতি ও রাকিবুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং সরকারি কলেজ শাখায় জসিম উদ্দিন জিতু কে সভাপতি ও মিজানুর রহমান মুসা কে সাধারন সম্পাদক করে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটি ঘোষনার পরপরই বিতর্কিত, অসাংগঠনিক ও লোকদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।কেউ কেউ বলছেন মোটা অংকের অর্থের বিনিময়ে বিতর্কিত এবং বিএনপি পরিবারের লোকদের কমিটিতে স্থান দিয়েছেন জেলা ছাত্রলীগ।
ফলে আধঘণ্টার মাথায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্যাডে উক্ত সব কমিটি সাময়িক ভাবে স্থগিত করা হয়।
Posted ৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |