ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঈশ্বরদীতে করোনা সংক্রমন এখন নিম্নমুখী, তাই করোনায় সন্মুখ যোদ্ধাদের নিয়ে নিউ গ্রীনসিটি হাসপাতালের উদ্যোগে চিকিৎসাকর্মীদের অংশগ্রহনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। গত ২৭ সে আগস্ট (শুক্রবার) বিকেলে ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়নে এ খেলা অনুষ্ঠিত হয়। গত তিন মাসে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা যখন ঊর্ধ্বমুখী তখন এই সকল চিকিৎসাকর্মী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়েছেন। মূলত তাদের মনোবল বৃদ্ধি করতেই এমন আয়োজন।খেলায় শ্রীকান্ত কূমার সানহার পরিচালনায় উপস্থিত ছিলেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের রাশিয়ান চিকিৎকবৃন্দ।
হাসপাতালের সমন্বয়কারী চিকিৎসক ডা. সাইফুল আলম বলেন, “ গত তিন মাসে আমাদের সকল চিকিৎসা কর্মীরাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকই নিজেরাও করোনায় আক্রান্ত হয়েছেন, এমনকি ঈদের ছুটিও কাটাতে পারেননি। তাই এমন আয়োজন চিকিৎসাকর্মীদের কাজের অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
”অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে শেষে সকলের হাতে পুরষ্কার তুলে দেন এস এম মন্তাজ কোম্পানির ড.তাতিয়ানা।খেলায় অনেক রাশিয়ান নারী পুরুষদের দর্শক সারিতে উপস্থিত ছিলেন।।
Posted ৭:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |