বুধবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কবে বন্ধ হবে কলাপাড়া হাসপাতালে রোগীধারা দালালদের দৌরাত্ম্য!

এস এম আলমগীর হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট  

কবে বন্ধ হবে কলাপাড়া হাসপাতালে রোগীধারা দালালদের দৌরাত্ম্য!
  • কলাপাড়া হাসপাতালে প্রতিদিনই প্রত্যেক ডাক্তারের চেম্বারে দুই থেকে তিন জন রোগী ধরা দালাল থাকে। তাদের কাজ হলো হাসপাতালে আসা সাধারণ রোগীদের তাদের নির্দিষ্ট ল্যাব-ক্লিনিকে নিয়ে প্রাইভেট ডাক্তার ও পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করানো। এতে নিঃস্ব হচ্ছে হাসপাতালে সরকারি সেবা নিতে আসা সাধারণ রোগীরা। প্রতিদিনই রোগী ধরা দালালদের দ্বারে প্রতারিত হচ্ছে এ অঞ্চলের সাধারণ ও অসহায় রোগীরা। বর্তমানে দালাল চক্রটি খুবই বেপরোয়া হয়ে উঠেছে, যেন হাসপাতালটি তাদের দখলে! এই হাসপাতালটি দালাল মুক্ত করতে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে লেখালেখি ও মানববন্ধন সহ নানা অভিযোগ করা সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

গত ২০২৩ সালের মে মাসে প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি কলাপাড়া হাসপাতালে পরিদর্শনে এসে ভুক্তভোগী ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন নানা অভিযোগ তুলে ধরেন, তা তিনি শোনেন, পরে ল্যাব-ক্লিনিকের কোন লোক (দালাল) হাসপাতাল চত্বর সহ ভিতরে প্রবেশ না করতে চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশনা দেয়।

এবং ২০২৩ সালের আগস্ট মাসে কলাপাড়ায় জেলা প্রশাসক মো.নূর কুতুবুুল আলম এর সাথে মতবিনিময় সভায় কলাপাড়া হাসপাতালে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার দেয়া, হাসপাতাল দালালমুক্ত সহ নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন আপন নিউজ’র আলমগীর হোসেন। এ সময় জেলা প্রশাসক মো.নূর কুতুবুুল আলম হাসপাতাল দালাল মুক্ত রাখতে চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশনা দেন। কিন্তু কে শুনে কার কথা। কলাপাড়া হাসপাতাল যেন দালাল ছাড়া কাজই হয় না। সর্বশেষ ২১ জানুয়ারি-২০২৪ কলাপাড়া হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের চিত্র তুলে ধরার জন্য আপন নিউজে একটি লাইভ প্রচার করে, সেখানে কয়েকজন দালাল আমার সাথে খারাপ আচরণ করে, সেটিও আপনারা দেখেছেন লাইভে। এই সূত্র ধরে পরের দিন ২২ জানুয়ারি ওই দালাল চক্রটি আমাকে লাঞ্ছিত করে নানা খারাপ ভাষায় আচরণ করে, তখন আমি কলাপাড়া থানার ওসির মহোদয় কে বিষয়টি বললে তিনি তাৎক্ষণিক পুলিশের একটি ফোর্স পাঠিয়ে দেন, তখন হাসপাতালে কয়েকজন কর্মকর্তা বিষয়টি দেখবে বলে আশ্বাস করেন। আর ওই রোগী ধরা দালালদের করা ভিডিওটি আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এত কিছু হওয়ার পরও কেন বন্ধ হচ্ছে না দালালদের দৌরাত্ম্য, কবে বন্ধ হবে! এদের খুটির জোর কোথায়? এমন প্রশ্নই জনমনে।


Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com