ডেস্ক রিপোর্ট | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজেন নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে-২০২১’ উদপাপিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ঈশ্বরদীর রূপপুরে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান পায়ঁড়া উড়িয়ে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
উদ্বোধনের পর প্রকল্প এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রকল্পের কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রূপপুর প্রকল্পে যারা কাজ করছেন, তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার কারণেই বাংলাদেশ আজ পরমাণু বিশ্বে পদার্পন করতে পেরেছে। যেকারণে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান আজ অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সানোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী হেসেন, নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি সেলের সমন্বয়কারী বিগ্রেডিয়ার ইউসুফ, রূপপুর প্রকল্পের রাশিয়ান পোর্টের প্রকল্প পরিচালক আলেক্সি ডেইরী, প্রকল্পের অর্থ বিভাগের প্রধান অলোক চক্রবর্তি, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসসহ মন্ত্রণালয়, প্রকল্প ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেলে খেলাধূলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।
Posted ৭:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |