বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াই জনজীবনে দুর্ভোগ বাড়ছে

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট  

ঈশ্বরদীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াই জনজীবনে দুর্ভোগ বাড়ছে

মো, খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শক্তিশালী সাবমারসিবল পাম্প স্থাপন করা হচ্ছে।নির্বিঘ্নে পানি পেতে ঈশ্বরদীতে বহুতল ভবন মালিকগণ দ্বারা ভূগর্ভের ৬০০ফুট গভীর পর্যন্ত এসব পাম্প স্থাপন করা হচ্ছে। ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকল্প গ্রীন সিটিতে স্থাপন করা হয়েছে একাধিক বহুতল ভবন। যার পানি প্রধান উৎস ভূগর্ভস্থ পানি। এভাবে প্রতিনিয়ত পানি তোলার পাশাপাশি নদীর পানির নাব্যতা কমে যাওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে বলে জানিয়েছে জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর।


অন্যদিকে কেউ কেউ সাবমারসিবল পাম্প পানি তোলায় হস্ত চালিত চাপকলে পানি পাচ্ছেন না বলে মনে করেন অনেকে। ইতিমধ্যে ঈশ্বরদী পৌরসভা সহ,সলিমপুর,সাহাপুর, পাকশি,দাশুড়িয়া মুলাডুলী ইউনিয়নের অনেক এলাকার বাসিন্দা চাপ কলে পানি না পাওয়ার অভিযোগ করেছেন।

সরজমিনে, সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের সার বিষ কীটনাশক ব্যবসায়ী জামান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোস্তফা জামান নয়ন বলেন,তার বাড়িতে ব্যবহৃত চাপকলে অনেক চাপাচাপির পরে পানি উঠলেও তা পান করার মতো উপযোগী নয়। বাড়িতে পাম্প থাকলেও সেটাতে পানি উঠছে না বিধায় তিনি দ্রুত সাবমারসিবল পাম্প বসাবেন বলে জানিয়েছেন। জয়নগর মধ্যপাড়া ভুক্তভোগী ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, তার বাড়িতে দুটি চাপকল থাকলেও সেটাতে পানি না ওঠায় সাবমারসিবল পাম্প বসিয়েছেন।
ভাড়ইমারী বাসিন্দা হত দরিদ্র কৃষক বিলাল হোসেন জানান,তার বাড়িতে ১টি চাপকল থাকলেও সেটাতে ঠিকমতো পানি ওটাতে না পারায় অন্যের বাড়ি থেকে পানি এনে কোন মত চলছেন। তার পক্ষে ব্যয়বহুল সাবমারসিবল পাম্প বসানো সম্ভব হচ্ছে না।

সাবমারসিবল পাম্প বিক্রেতা জয়নগর হার্ডওয়ারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান নয়ন জানান, গত বছরের চেয়ে এ বছর মারসেবল পাম্প বিক্রয় সংখ্যা প্রায় দ্বিগুণ। এ অবস্থা চলতে থাকলে এ সংখ্যা আরো বাড়তে পারে। প্রতিটি পাম্প বসাতে খরচ হচ্ছে সর্ব সাকুল্যে ২৫ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত।

সাবমারসেবল বসানোর কাজে নিয়োজিত মিস্ত্রি জহুরুল ইসলাম জানান ,প্রায় প্রতিদিনই ঈশ্বরদী উপজেলা সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্তে ২ থেকে ৩টি পাম্প বসিয়ে থাকেন।
এ বিষয়ে ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব, আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, প্রতিবছরের পানি সংকট থাকলেও এ বছর সমস্যা প্রকট আকার ধারণ করেছে,সমস্যা মোকাবেলায় উপজেলায় ৯০টি তাঁরাপাম্প বরাদ্দ ছিল। তার নিজস্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ৯টি তাঁরা পাম্প ইউনিয়নের বিভিন্ন প্রান্তে বসিয়েছেন যা চাহিদা তুলনায় নগণ্য। তিনি মনে করেন, ঈশ্বরদী উপজেলাটি পদ্মা নদীর কিনারে অবস্থিত হওয়ায় প্রতিবছর এই সময় পানি শংকট দেখা দেয়।নদীর নাব্যতা কমে যাওয়ায় এ সমস্যা দেখা দিচ্ছে চলতি বর্ষাকালীন সময়ে নদীর নাব্যতা ফিরে আসলে পানি সংকট কিছুটা লাঘব হবে বলে তিনি মনে করেন।।

Facebook Comments Box

Posted ৯:২০ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com