বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু বিবাহ বন্ধে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি   |   শুক্রবার, ২০ আগস্ট ২০২১ | প্রিন্ট  

শিশু বিবাহ বন্ধে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট (শুক্রবার) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার কার্যালয় চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।

 

এছাড়াও অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সাংবাদিক কামরুল হাসান, নূরে আলম শাহ প্রমুখ।

 

বক্তারা বলেন, ইউনিসেফের গবেষণা মতে বিশ্বের ২১ শতাংশ কিশোরীর বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে আর এই ধারা যদি অব্যাহত থাকে তবে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১০ কোটি ১০ লাখেরও বেশি কিশোরীর বাল্য বিবাহে শিকার হবে। অন্য দিকে ওয়ার্ল্ড ভিশনের তথ্য মোতাবেক গত এক বছরে দেশে ৪৮৬টি বাল্য বিবাহ হয়েছে অথচ তার আগের বছরে এ সংখ্যা ছিলো ১৫৯টি সে হিসেবে করোনা ভাইরাসের সময়ে দেশে বাল্য বিবাহ বেড়েছে প্রায় ৩ গুণ।

 

বক্তারা আরও বলেন, আমরা যদি শিশুদের স্কুল যাওয়া নিশ্চিতের পাশাপাশি কিশোরীদের ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবেই এ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে নচেৎ মহামারি আকারে সমাজে পৌঁছে যাবে বাল্যবিবাহ তাই এই বাল্যবিবাহ রোধে স্থানীয় প্রশাসন সহ সকলকে এগিয়ে আসতে হবে।

 

শিশু বিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত সংলাপ অনুষ্ঠানে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের ২৫ জন সংবাদকর্মী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সঞ্চালনায় করেন প্রোগ্রাম অফিসার পারুল বেগম।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com