উপজেলা প্রতিনিধি | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জ ঘিওরে লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন দুই শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের ক্রীড়া সংস্থা কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি রক্ষায় নির্দিষ্ট দূরত্বে বসিয়ে এই খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
ঘিওর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাস, সিএনজি, অটোরিকশা চালক ও শ্রমীকদের মাঝে রান্না করা খাবার বিতরণের সময় আরোও উপস্থিত ছিলেন, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা, ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, ঘিওর থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ সানোয়ার হোসেন, সিএনজি ও অটোরিকশা সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন আহম্মেদ, যুবলীগের সহ-সভাপতি মোঃ বুলবুল আহম্মেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে সকল গণপরিবহণ বন্ধ রয়েছে।
এ অবস্থায় দেশের সকল পরিবহন মালিক, মালিক সমিতি, পরিবহন কোম্পানির নেতাদের অনুরোধ জানিয়ে বলতে চাই- আপনারা সবাই এসব পরিবহন শ্রমিকদের এমন দুর্দিনে নিজ নিজ জায়গা থেজে এগিয়ে আসুন। অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ান।
Posted ৭:৫১ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |