ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | রবিবার, ২১ আগস্ট ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, ভাঙনের হুমকির মুখে বসতবাড়ি , সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ভ্রাম্যমান আদালত চালিয়ে রবিবার সন্ধ্যায় ইছামতি নদী থেকে ড্রেজার উচ্ছেদ করেন। এসময় ড্রেজারে বালু উত্তোলনের সময় বিপুল পরিমাণ পাইপ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, চিহিৃত প্রভাবশালী বালু ব্যবসায়ী উপজেলা যুবলীগ নেতা শামিম শিকদার সরকারী আবাসনে মাটি ভরাটের কথা বলে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত ব্যক্তিমালিকানা বসতবাড়ি ও দোকানপাট ভরাট কাজে বালু বিক্রি করে মোটা অংকের টাকা কামিয়ে নিচ্ছেন। এ নিয়ে এলাকাবসীর মাঝে ছিল চাপা ক্ষোভ।
ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে করজনা বাজারের প্রবেশ পথের পাকা ব্রীজ, বাজার, স্কুল, অর্ধশত বসত বাড়ি ও বিস্তীর্ণ ফসলী জমি ভাঙনের হুমকীতে রয়েছে। এলাকার লোকজন তার ভয়ে ভীত। কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।
ভাঙনের হুমকিতে থাকা এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে দেশীয় ড্রেজার বসিয়ে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলে নদীর দু পাড়েই ভাঙন দেখা দিয়েছে। আবাদী জমি নিয়ে চিন্তিত এলাকর কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধবাবে মাটি-বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারী শামীমের ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত শামীমের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
Posted ৮:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২১ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.
.